নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আসামে ভয়াবহ বন্যার জেরে ইতিমধ্যে ১২২ জন মানুষ মারা গেছেন। আর প্রায় ২২ লক্ষ মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। রাস্তা, ঘর-বাড়ি, চাষের জমি, হাসপাতাল সব জলের তলায় চলে গিয়েছে। এই অবস্থায় রাস্তার এক কোণে উঁচু জায়গায় ক্যানসার রোগীদের কেমোথেরাপি চলছে।
শিলচরের ১৫০ টি শয্যাবিশিষ্ট ‘কাছার ক্যানসার হসপিট্যাল অ্যান্ড রিসার্চ সেন্টার’ সম্পূর্ণ জলমগ্ন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও হাসপাতাল কর্মীদের লাইফ জ্যাকেট পরিয়েছেন। প্রতিটি ঘরে জল ঢুকে পড়ায় রোগীদের খোলা আকাশের নীচে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গেছে যে, ‘‘কেমোথেরাপি সহ প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা এবং চিকিৎসা রাস্তার উপরেই করা হচ্ছে। যেখানে জল একটু কম সেখানেই শয্যা পেতে রোগীর চিকিৎসা করানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here