নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ উত্তরাখন্ডের হরিদ্বারের রুরকিতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে মা সহ তার ৬ বছরের মেয়ে।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, রাতের বেলা মা ও মেয়ে পিরান কালিয়ার নামে একটি ধর্মীয় স্থান থেকে ফেরার সময় সোনু নামে এক জন ব্যক্তি তাদেরকে লিফট দেয়। এরপর চলন্ত গাড়িতেই মা এবং মেয়েকে ওই ব্যক্তি ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে একটা খালের পাশে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে।
তারপর ওই মহিলা কোনোমতে মাঝরাতেই থানায় পৌঁছে পুলিশকে গোটা ঘটনাটির কথা জানান। তবে ওই মহিলা গাড়িতে ঠিক কতজন ছিল তা নির্দিষ্ট করে তা বলতে পারেননি। ইতিমধ্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
পাশাপাশি মা এবং মেয়েকে স্থানীয় রুরকি সিভিক হাসপাতালে ভর্তি করেছেন। আর তাদের ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের প্রমাণও পাওয়া গিয়েছে।