Indian Prime Time
True News only ....

প্রকাশ্যে বিদ্যালয়ের মধ্যে শিক্ষিকাকে চটি দিয়ে মারলেন প্রধান শিক্ষক

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের লখিমপুর খেরির মহানগুখেড়া প্রাথমিক বিদ্যালয়ে এক পার্শ্বশিক্ষককে চটি দিয়ে মারার অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি সকলের সামনে ওই পার্শ্বশিক্ষককে পর পর আঘাত করতে থাকেন।

এরপর কয়েক জন অভিভাবকদের তৎপরতায় প্রধানশিক্ষককে নিরস্ত করা সম্ভব হয়। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল অভিযুক্ত প্রধানশিক্ষক অজিত কুমার পার্শ্বশিক্ষক সীমা দেবী বিদ্যালয় যেতেই তাকে চটি দিয়ে মারেন। কিন্তু কেন মারলেন এখনো সেই বিষয়টি স্পষ্ট নয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, এক জন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষককে এভাবে মারা কোনোভাবেই কাম্য নয়। অভিযুক্ত শিক্ষক রাজ্যের শিক্ষা দপ্তরের ভাবমূর্তি নষ্ট করেছেন। শিক্ষকদের জন্য যে নিয়ম রয়েছে তা প্রধানশিক্ষক লঙ্ঘন করেছেন।

পাশাপাশি পাণ্ডে জেলার সমস্ত বিদ্যালয়কে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, এই ধরনের ঘটনা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম নিন্দার ঝড় উঠেছে। যদিও এই ঘটনায় প্রধানশিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored