অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নারকেলডাঙার পর এবার সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে ২৫ শে জুন অর্থাৎ আগামীকাল আমহার্স্ট থানা তলব করেছে। পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মা বিরুদ্ধে উত্তর কলকাতার ওই থানাতেও অভিযোগ দায়ের হয়।
এর আগে তার বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। ২০ শে জুন কলকাতা পুলিশ তলব করেছিল। কিন্তু নূপুর শর্মা হাজিরা না দিয়ে ইমেল করে চার সপ্তাহ পর হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যেই ফের নূপুর শর্মাকে কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বারোটি দেশের বিভিন্ন প্রান্ত তথা হাওড়া সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়েছিল।
হাওড়ার ধুলাগড়, কোনা এক্সপ্রেসওয়ে ও উলুবেড়িয়া সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় সড়ক পথ থেকে শুরু করে রেলপথ অবরোধ করা হয়েছিল। ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়েছিল। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলারও অবনতি হয়েছিল।