নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ উত্তর-পূর্ব দিল্লির কার্তারনগরে খেলতে গিয়ে স্কিপিংয়ের দড়ি গলায় পেঁচিয়ে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সী ১ কিশোরের। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই কিশোর একটি স্কিপিং দড়ি নিয়ে খেলার সময় মা পাশের ঘরে ছিলেন। আর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ মা ঘরে ঢুকে দেখেন, ছেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপর থেকে ঝুলছে।
তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। পুলিশ প্রাথমিক ভাবে মনে করেছেন যে, টিভি বা নেটমাধ্যমে স্টান্ট দেখে সেটা নকল করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে।