নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ ফের দেশে করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই বাড়লো। গত চার মাসের নিরিখে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। আর দৈনিক সংক্রমণের হারও ৩০ শতাংশ বৃদ্ধি হয়েছে। এর মধ্যে দিল্লি, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও হরিয়ানা উদ্বেগ বাড়াচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। এছাড়া দৈনিক করোনা সংক্রমণের হার ৪.৩২ শতাংশ। এই মুহূর্তে দেশে করোনা সংক্রমিত রয়েছেন মোট ৮৮ হাজার ২৮৪ জন। কিন্তু দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ২১৮ জন। এরপর দ্বিতীয় তালিকায় থাকা কেরলে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৯০ জন, তৃতীয় তালিকায় থাকা দিল্লিতে সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৯৩৪ জন।
চতুর্থ তালিকায় থাকা তামিলনাড়ুতে সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৬৩ জন এবং পঞ্চম তালিকায় থাকা হরিয়ানায় সংক্রমিতের সংখ্যা ৮৭২ জন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে প্রায় সাড়ে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যা ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে। তবে আবারও দেশ জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।