নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মধ্যেই কোচবিহারের মেখলিগঞ্জের নিজতরফ এলাকায় মাঝ তিস্তা নদীতে ১৭ জন যাত্রী সহ একটি নৌকা ডুবে গেল। এই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো এক জন যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, গতকাল রাতেরবেলা একটি নৌকা তিস্তার পানিয়াচর এলাকা থেকে ১২৩ বস্তা বাদাম সহ তিস্তা নদীতে ডুবে যায়। তা দেখে এলাকাবাসীরা উদ্ধারের জন্য ছুটে আসেন। এছাড়া মেখলিগঞ্জ থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগীতায় মোট ১৬ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর আজ সকালবেলা নিখোঁজ যাত্রীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গদাধর মণ্ডল নামে ওই নিখোঁজ ব্যক্তি নৌকারই মাঝি ছিলেন। আর অতিরিক্ত ভার বহনের ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here