বাপি রায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার কোনোরকম পার্থক্য হবে না।
অন্য দিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে। ২৫ শে জুন নাগাদ ওই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে।