নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের পাড়ুই থানা এলাকায় মহুলা গ্রামে বিষ খেয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের মা-বাবা ও ছেলে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে যেখানে সাত জনের নাম উল্লেখ করে বলা হয়েছে যে, ‘তারাই মৃত্যুর জন্য দায়ী।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহুলা গ্রামে প্রশান্ত পাত্রের সাথে তৃপ্তি পাত্রের বিয়ে হয়। পরে একটি পুত্র সন্তানও জন্মায়। নাম দীপ পাত্র। কিন্তু তৃপ্তির প্রশান্তের মায়ের সাথে নিয়মিত অশান্তি লেগে থাকত। শাশুড়ি তাকে নিয়মিত মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচারও করতেন।
তাই মনে করা হচ্ছে যে, এই অশান্তির জেরে প্রশান্ত তৃপ্তি ও দীপকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এলাকাবাসীরা বিষয়টি জানতে পেরে প্রশান্ত, তৃপ্তি এবং দীপকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। আর তার কিছু ক্ষণের মধ্যেই বাবাও মারা যান।
এই ঘটনার পরই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এর পাশাপাশি পুলিশের কাছে খবর দিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী তোলেন। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। এর সাথে সাথে এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখেছেন।