নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুরের নতুনগ্রাম এলাকায় স্বামীর অনুপ্সথিতিতে শাশুড়ি ঘুমে আচ্ছন্ন থাকাকালীন নগদ টাকা ও গহনা হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে।
এই নিয়ে আজ শাশুড়ি পুত্রবধূ শিল্পী মল্লিকের নামে শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরী করে জানিয়েছেন, ‘‘আমার সাথেই বৌমা ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠে দেখি নেই। এরপর থেকে আর খুঁজে পাচ্ছি না। আশেপাশের এলাকায় খোঁজ চালালে ২৪ ঘণ্টা কেটে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

- Sponsored -
এমনকি ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং তিন ভরি সোনার গহনাও উধাও। প্রায় দু’বছর আগে আমার ছেলের বিয়ে হয়েছিল। কিন্তু কিছু দিন ধরে দেখছিলাম বৌমা সবসময় ফোনে কারোর সাথে কথা বলত।’’ বর্তমানে পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে পলাতক শিল্পীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছেন।