Indian Prime Time
True News only ....

পাকিস্তানি নাগরিক সহ ৭ জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ উপত্যকায় অশান্তির পরিবেশ লেগেই আছে। আবারও নিরাপত্তা বাহিনীরা জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে সাফল্য পেল। গুলির লড়াইয়ে ৩ জন পাকিস্তানি নাগরিক সহ ৭ জন জঙ্গিকে নিহত করা হয়েছে। 

কাশ্মীরের পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘‘গতকাল কুপওয়ারায় গুলির লড়াই চলে। পুলওয়ামায় লস্কর-ই-তইবার এক স্থানীয় জঙ্গি নিহত হয়েছে ও কুলগামে জইশ-ই-মহম্মদ এবং আরো এক জন লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয়েছে। এছাড়া সোপিয়ানে এক জন স্থানীয় জঙ্গিকে নিহত করা হয়েছে। 

মোট সাত জন জঙ্গিকে নিহত করা হয়েছে। যাদের মধ্যে তিন জন পাকিস্তানের ও বাকি চার জন স্থানীয় জঙ্গি।’’ সম্প্রতি পাকিস্তানি নাগরিক সহ দুই লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয় তারা অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী উপত্যকা জুড়ে ধরপাকড় শুরু করেছে।  

Get real time updates directly on you device, subscribe now.