নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ উপত্যকায় অশান্তির পরিবেশ লেগেই আছে। আবারও নিরাপত্তা বাহিনীরা জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে সাফল্য পেল। গুলির লড়াইয়ে ৩ জন পাকিস্তানি নাগরিক সহ ৭ জন জঙ্গিকে নিহত করা হয়েছে।
কাশ্মীরের পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘‘গতকাল কুপওয়ারায় গুলির লড়াই চলে। পুলওয়ামায় লস্কর-ই-তইবার এক স্থানীয় জঙ্গি নিহত হয়েছে ও কুলগামে জইশ-ই-মহম্মদ এবং আরো এক জন লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয়েছে। এছাড়া সোপিয়ানে এক জন স্থানীয় জঙ্গিকে নিহত করা হয়েছে।
মোট সাত জন জঙ্গিকে নিহত করা হয়েছে। যাদের মধ্যে তিন জন পাকিস্তানের ও বাকি চার জন স্থানীয় জঙ্গি।’’ সম্প্রতি পাকিস্তানি নাগরিক সহ দুই লস্কর-ই-তইবা জঙ্গি নিহত হয় তারা অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী উপত্যকা জুড়ে ধরপাকড় শুরু করেছে।