নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের সিউড়ি থানার জনিদপুর এলাকায় এক নাবালিকার বিয়ে হওয়ার খবর পেয়ে সিউড়ি চাইল্ড লাইনের সদস্যরা সেখানে গিয়েছিলেন। কিন্তু নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে অবশেষে কন্যাপক্ষের হাতে মারধর খেলেন।
সিউড়ি চাইল্ড লাইনের সূত্রে জানা যাচ্ছে, চাইল্ড লাইনের সদস্যরা ওই বিয়েবাড়িতে গিয়ে পাত্রী ও পাত্রীপক্ষের সাথে কথা বলতে চান। আর নাবালিকার বিয়ে দেওয়া যে বেআইনী তাও বোঝাতে চান। কিন্তু তাদের যাওয়ার খবর পেয়েই পরিবারের সদস্যরা পাত্রীকে লুকিয়ে দিলে পাত্রীপক্ষের সাথে বচসা শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপরই পাত্রীপক্ষের বাড়ির মহিলারা চাইল্ড লাইনের সদস্যদের উপর চড়াও হয়ে রীতিমতো টানাহেঁচড়া শুরু করেন। এর সাথে সাথে ইট ছোঁড়াও শুরু হয়। এই পরিস্থিতিতে চাইল্ড লাইনের সদস্যরা কোনো ভাবে সেখান থেকে পালিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে আশ্রয় নেন।
পরে সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। কিন্তু ওই নাবালিকার বিয়ে আটকানো সম্ভব হয়নি। তবে ওই পরিবারকে দিয়ে একটি মুচলেকা লেখানো হয় যে, ‘১৮ বছর বয়স না হলে মেয়েকে পরিবারের কোনো সদস্য শ্বশুরবাড়ি পাঠাতে পারবেন না।’