Indian Prime Time
True News only ....

অগ্নিপথ প্রকল্পে নয়া নিয়ম জারি করলো কেন্দ্র

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন সিদ্ধান্ত নিল। যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে দশ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর নিয়োগের ক্ষেত্রে ২৩ বছর করা হয়েছে।

কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমা ২৩ বছর অবধি বাড়ানো হয়েছে। এছাড়া অগ্নিবীররা অবসরের পর কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসে দশ শতাংশ সংরক্ষণ পাবেন। এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরপিএফে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

উল্লেখ্য যে, এখন আধাসামরিক বাহিনীর বিএসএফ, সিআইএসএফ, সশস্ত্র সীমা বল বা এসএসবি, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিএফ) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ শাখায় ৭৩ হাজারের বেশী পদ খালি রয়েছে। আর পাশাপাশি সিএপিএফ এবং অসম রাইফেলসে ৭৩ হাজার ২১৯টি পদ খালি রয়েছে।

অন্য দিকে গত চার দিন থেকে অগ্নিপথ বিক্ষোভে গোটা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিহার থেকে উত্তরপ্রদেশ হয়ে তেলেঙ্গানায় অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে। রেলপথ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অশান্তির আবহের মধ্যেই অগ্নিপথের নিয়ম নতুন করে শিথিল করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored