বাপি রায়ঃ কলকাতাঃ বিগত ৭০ দিন ধরে স্কুল শিক্ষক নিয়োগের আন্দোলনকারীরা কলকাতার এই শহিদ মিনারের নীচেই এসএলএসটিতে নিয়োগের দাবীতে আন্দোলন চালিয়ে গিয়েছেন। কিন্তু আজ ওই আন্দোলনকারীদের সেখান থেকে উৎখাত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বিক্ষুব্ধ আন্দোলনকারীদের অভিযোগ, “এদিন আচমকাই পুলিশ তাদের ধর্না মঞ্চে এসে উঠে যেতে বলেন। কিন্তু তারা ধর্না মঞ্চ থেকে না উঠতে চাওয়ায় ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। এমনকি অনেক আন্দোলনকারীদের পাঁজাকোলা করে কিংবা টেনে হিঁচড়ে তুলে নিয়েও যান।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরীপ্রার্থীরা শহিদ মিনারের নীচে ধর্নায় বসেছিলেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষক নিয়োগের আন্দোলনকারীদের ১৬০০ পদে নিয়োগের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা শহিদ মিনারে আন্দোলন চালিয়ে গিয়েছেন।
আন্দোলনকারীদের দাবী ছিল যে, “শুধু আশ্বাস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে বাস্তবায়িত করতে অবিলম্বে কাউন্সিলিং শুরু হোক। যার সাহায্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। তবে আন্দোলনকারীদের সেই দাবী মানা হয়নি। এর মধ্যেই এদিন আবার বিক্ষোভ স্থল থেকেও উঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ অবশ্য জানিয়েছে, আদালত আন্দোলনস্থলে আন্দোলনকারীদের কিছু নির্দিষ্ট শর্ত মেনে আন্দোলন চালানোর অনুমতি দিয়েছিল কিন্তু আন্দোলনকারীরা সেই সব শর্ত বা নির্দেশ কোনোটাই মানেনি। তাই এদিন এই ব্যাপারে প্রথমে নোটিশ দেওয়া হলেও পরে ডিসি (দক্ষিণ) এসে আন্দোলনস্থল ছেড়ে যেতে অনুরোধ করেন।
তাতেও তারা আন্দোলনস্থল ছেড়ে না যাওয়ায় পুলিশ এসে তুলে দেয়। এই বিষয়ে আন্দোলনকারীদের প্রশ্ন, “এতদিন তো একই ভাবে আন্দোলন চালিয়ে এসেছেন। আচমকা এমন কি হলো যে এখন উঠে যেতে বলা হচ্ছে। তবে যদি আন্দোলন উঠিয়ে দিতেই হয় তবে কাউন্সিলিং শুরু হোক। তাহলেই আন্দোলনস্থল ছেড়ে দেওয়া হবে।”