নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ উত্তরবঙ্গ জুড়ে একদিকে যেমন টানা বৃষ্টি চলছে। তেমনই পাহাড়ে ধস নামছে। গতকাল সিকিমের ২০ মাইলে ব্যাপক ধসের কারণে যান চলাচল প্রায় বন্ধ।
মঙ্গলবার রাতভর পাহাড় সহ সমতলে ব্যাপক বৃষ্টি হয়েছে। পাহাড়ে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশী ছিল। ইতিমধ্যে সিকিমের ২০ মাইলে ধসের জেরে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ধস সরিয়ে খানিকটা যান চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু পুনরায় আবার ধস নামে। ফলে এখন যান চলাচল একেবারে বন্ধ৷
এদিকে নাথুলা যাওয়ার রাস্তায় ছোটোখাটো ধস রয়েছে৷ তবে ২০ মাইলের ১০ নম্বর জাতীয় সড়ক সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে প্রশাসন ধস সারানোর কাজে নেমেছে। তবে বুধবার ভোররাত থেকে সিকিমগামী রাস্তায় যানজট চলছে। সিংথাম ও রংপোর মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ।
অন্য দিকে সিংথাম থেকে তেমি তারকু, রংপো এবং রোরাথাংয়ের যোগাযোগও বন্ধ হয়ে গেছে। সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ‘‘আগামী পাঁচ দিন সিকিমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এর পাশাপাশি তিস্তা এবং অন্যান্য নদীতে লাল সতর্কতা জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’’