মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর সীমান্ত এলাকা হনুমানের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছে। হনুমানের আঁচড় ও কামড়ে প্রায় ২০ জন এলাকাবাসী হাসপাতালে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ছোটো হনুমান বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারা যেতেই মা হনুমান যাকে সামনে পাচ্ছে তাকে আক্রমণ করছে। কারোর হাতে তো কারোর আবার মুখে কামড় বসিয়ে রক্তাক্ত করে দেয়। ইতিমধ্যে ওই হনুমানের আক্রমণে শিশু এবং মহিলা সহ মোট ২০ জন মানুষ শাড়াফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
Sponsored Ads
Display Your Ads Here
আহতদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপাতত এলাকাবাসী হনুমানের আক্রমণ থেকে বাঁচতে দরজা-জানলা বন্ধ করে রাখছেন। এমনকি ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। এই ঘটনায় বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে এসে ওই হনুমানকে ধরতে উদ্যোগী হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here