Indian Prime Time
True News only ....

ফের রাজ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্গালোরঃ দেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে দেশের স্বাস্থ্যমহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে। এদিকে ব্যাঙ্গালোরে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ফের মাস্ক বিধি জারি করেছে।

এছাড়া করোনা পরীক্ষাও অনেকটা বৃদ্ধি করা হয়েছে। দৈনিক ১৬ হাজার থেকে তা বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে। জানা গিয়েছে, “প্রতিদিন প্রায় ২০০ জন করে সংক্রমিত হচ্ছে। আগামী দিনে সংক্রমণের সংখ্যা বাড়তে পারে। তাই করোনা পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। মানুষকে আরো সচেতন করার কাজও শুরু হবে।

প্রতিটি মার্শালদের নিশ্চিত করতে হবে যাতে পাবলিক প্লেসে সকলে মাস্ক ব্যবহার করে৷ ইতিমধ্যে অনেকেই শহরের প্রতিটি ক্লিনিক ও হাসপাতালে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চিকিৎসা করাতে আসছেন৷ সেখানেও সমীক্ষা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গতকাল রাজ্যের স্বাস্থ্যসচীব করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে একটি বৈঠকে বসেন। এই বৈঠকে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীদের তথ্য না আসা, করোনা বুস্টার ডোজ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্যসচীবের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সারা দেশের বিভিন্ন প্রান্তেই মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন। পজিটিভ রিপোর্টের সংখ্যাও বেড়ে চলেছে। এর ফলে এই লাগামছাড়া করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার দেশের মোট পাঁচটি রাজ্যকে সতর্ক করেছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored