Indian Prime Time
True News only ....

রাসায়নিকের গুদামে বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন ৪৯ জন ও আহত দুই শতাধিক

- Sponsored -

- Sponsored -

ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন ২০০ জনের বেশী। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও পুলিশ ও দমকলের কর্মীরাও আছেন।

সূত্র মারফত খবর যে, শনিবার স্থানীয় সময় রাত ১১ টা নাগাদ ডিপোয় বিস্ফোরণ হয়। আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ কর্মী এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ডিপোয় একটি কন্টেনারে মজুত রাসায়নিকে বিস্ফোরণ ঘটে সেই আগুন ডিপোর অন্যত্র ছড়িয়ে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণও হয়।

- Sponsored -

- Sponsored -

বিস্ফোরণের তীব্রতা এতো বেশী ছিল যে, আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধারকাজ চালানোর জন্য সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছে। এর পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আগুন যাতে আরো বেশী ছড়িয়ে না পড়ে তাই দ্রুত উদ্ধারকার্যের জন্য কমপক্ষে ২০০ জন সেনা সদস্যকে আনা হয়েছে। এছাড়া এই ঘটনার তদন্তের জন্য নয় জন সদস্যের একটি কমিটি গঠন করা হবে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored