চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল ICHFN & CCNR এর উদ্যোগে কলকাতার সল্টেকের ইজেডসিসি হলে তাদের নার্সিং ইন্সটিটিউটের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।
Sponsored Ads
Display Your Ads Hereএই অনুষ্ঠানে ডঃ শিল্পা বাসু, ডঃ ঋতব্রত কুণ্ডু, ডঃ টি.জে.ব্যানার্জি, শিক্ষিকা মিনাক্ষী দাস পাল, অধ্যাপিকা অপরাজিতা ভট্টাচার্য সহ ইন্সটিটিউটের কর্ণধার মেধাবী ভার্মা উপস্থিত হয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি ইন্সটিটিউটের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং অভিভাবক-অভিভাবিকারাও উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে মূলত ইন্সটিটিউটের অ্যাওয়ার্ড জনিত অনুষ্ঠান সহ অন্যান্য সাংস্কৃতিক নানা অনুষ্ঠান উদযাপিত হয়ে গেল।
Sponsored Ads
Display Your Ads Here