নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের শ্রীলতা স্টেডিয়াম এলাকায় ব্যারাকে ফেরার পথে আইসির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে আরপিএফের হেড কনস্টেবলের। মৃতের নাম বিশ্বজিৎ দাস। বয়স ৫২ বছর। বাড়ি শ্যামনগরে।
জানা গেছে, বিশ্বজিৎবাবু চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম অফিস সংলগ্ন আরপিএফ টাউন পোস্টে হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কাজ সেরে স্কুটিতে চড়ে ব্যারাকে ফেরার সময় শ্রীলতা স্টেডিয়াম এলাকায় চিত্তরঞ্জন থানার আইসি রাজু স্বর্ণকারের গাড়ির সাথে ধাক্কা লাগতেই তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
এরপর বিশ্বজিৎবাবুকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আপাতত বিশ্বজিৎবাবুর দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।