নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগান মোড়ে বিজেপির এক দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে জানান, “আজ তৃণমূল তৃণমূলকে মারছে। জ্যান্ত পুড়িয়ে মারছে। আপনি যতই জেলায় জেলায় ঘুরে বেড়ান আপনার বাঁচার কোনো রাস্তা নেই। কারণ আপনার বাড়িতে আগুন লেগে গেছে।
আজ যেমন কাশ্মীর ফাইলস তৈরী হয়েছে, পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে তাতে আগামী দিনে কাশ্মীর ফাইলসের মতো আমাদের পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে। যেখানে দেখা যাবে মানুষকে কিভাবে মেরে কখনো গাছে ঝুলিয়ে দিচ্ছে কখনো আবার হাইটেনশন তারে ঝুলিয়ে দিচ্ছে।”
প্রকাশ্য সভামঞ্চ থেকে এ হেন মন্তব্যের জেরে এবার বিতর্ক ছড়িয়ে পড়েছে। আবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এও বলেন, “এ রাজ্যেও যে অত্যাচার চলছে তার ইতিহাস একদিন উন্মুক্ত হবেই। অর্থাৎ সেদিন কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস তৈরী হবে।”
তৃণমূল এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাবী করেছে যে, “কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ওই কথা বলে আসলে উস্কানি দিচ্ছেন।” রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেছেন, “পশ্চিমবঙ্গে এমন কিছু হয়নি যার জন্য পশ্চিমবঙ্গ ফাইলস তৈরী হবে।
একের পর এক নির্বাচনের ফলাফলে ভরাডুবিতে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সেজন্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এমন উস্কানি মূলক মন্তব্য পেশ করছেন।”