নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের মথুরাপুর আদিবাসী পাড়ায় ডাইনী অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় কয়েক জনকে মানুষের মল ও মূত্র খাওয়ানোর অভিযোগ উঠেছে। আর আজ নিগৃহীত গ্রামবাসীদের এক জনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, আদিবাসী পাড়ার এক মহিলার মৃত্যুর জেরে ওঝা ডাকা হয়েছিল। সেই ওঝা স্থানীয় কয়েক জনকে ডাইনী হিসেবে চিহ্নিত করে। সোমবার গ্রামের মোড়লের নিদানে ওই চিহ্নিত গ্রামবাসীদের ডাইনিবিদ্যা চর্চার অপবাদ দিয়ে প্রকাশ্যে মানুষের মল-মূত্র খাওয়ানো হয়। কয়েক জন মহিলাও নির্যাতনের শিকার হন।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি এই ঘটনাটি নেটমাধ্যমে ভাইরালও হয়। এরই মধ্যে মানিক সর্দার নামে ওই প্রৌঢ় অপমানের জেরেই গলার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই আদিবাসী পরিবারগুলোর সাথে কথা বলেন। এছাড়া অভিযোগ পেয়ে মোড়লকে গ্রেপ্তার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও আবু তৈয়ব জানান, ‘‘এই এলাকার মানুষের একাংশের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে। এর জেরে ঘটনাটি ঘটেছে। আমরা মানুষকে বোঝাচ্ছি, ডাইনী প্রথা আর নেই। আগামী দিনে গ্রামবাসীদের সচেতন করতে বিশেষ সচেতনতা শিবির করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিন আদিবাসী কমিশনের তিন জন সদস্য ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করতে গ্রামে এসে পৌঁছান। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।