নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পর এবার কর্ণাটকের ম্য়াঙ্গালুরুর এক জুম্মা মসজিদকে কেন্দ্র করে নয়া বিতর্ক শুরু হয়েছে।
রাজ্যের এক হিন্দু সংগঠন দাবী করেছে, “মাঙ্গালুরুর মালালি জুম্মা মসজিদের মেরামতির সময় মসজিদের ভিত থেকে নীচে একটি মন্দিরের মতো কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে। ফলে ওই সংগঠনটি মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ জেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছে যে, “যতদিন না এই বিষয়টির নিস্পত্তি হয় ততদিন মসজিদ মেরামতির কাজ বন্ধ রাখা হোক। এদিকে ভিএইচপিও এই বিষয় নিয়ে রাম মন্দির আন্দোলনের মতো একটি আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
ভিএইইচপির দাবী তুলে বলেছে যে, “এলাকার হিন্দুরা বিশ্বাস করে মালালি মন্দিরস্থলে নিঃসন্দেহে একটি মন্দির ছিল। ওই মন্দির উদ্ধারের জন্য আইনী লড়াই চলবে। এর পাশাপাশি মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানও করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
আর গত কয়েকদিন যাবৎ এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয় প্রশাসন ওই মসজিদের চারপাশের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছেন।