অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আবার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে। আগামীকালই অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি গরুপাচার মামলায় একাধিক বার হাজিরা এড়িয়ে গেলেও শেষ অবধি নিজে চিঠি দিয়ে সিবিআইকে তদন্তে সহযোগীতা করার কথা জানিয়ে সম্প্রতি নিজাম প্যালেসে স্বেচ্ছায় তদন্তকারীদের সামনে হাজির হয়েছিলেন।
প্রসঙ্গত, এর আগেও অনুব্রত মণ্ডলকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল। কিন্তু তখন সিবিআইয়ের মুখোমুখি হননি। তাই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেলা ১ টায় অনুব্রত মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে তলব করে নোটিশ পাঠানো হয়েছে।
অন্য দিকে, আগামী শুক্রবার অর্থাৎ ২৭ শে মে তাঁকে গরু পাচারকাণ্ডে নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য আগেই বলা হয়েছিল। কারণ গতবার গরু পাচার মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।