মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পুরনো সতীর্থ তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। গতকাল অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে আগে থেকেই তৃণমূলের উত্তর চব্বিশ পরগণার জেলা নেতৃত্ব উপস্থিত ছিল।
তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে একান্তে বৈঠক করেন যে অর্জুন সিং দলে আসলে ভূমিকা কি হবে? দল কিভাবে কাজে লাগাবে? একইসাথে বিজেপিতে থাকাকালীন অর্জুন সিংয়ের সাথে জ্যোতিপ্রিয় মল্লিকদের যে তিক্তসম্পর্ক গড়ে উঠেছিল তাও মেটানোর বার্তা দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর অর্জুন সিংকে জেলা তৃণমূল নেতৃত্ব তৃণমূলে স্বাগত জানাল। আর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আমরা শৃঙ্খলাপরায়ন দল। উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কোনো অমত নেই। এটা মমতা বন্দ্য়োপাধ্যায়ের নৈতিক জয়। সবাই ওনার ছত্রছায়ায় আসছেন। ফলে এটা প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ই ভারতের প্রকৃত নেত্রী। আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বিজেপি ভেঙেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে বলবেন সেভাবেই চলব। আমরা সবাই একসাথে মানুষের জন্য কাজ করব।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, বেশ কয়েকদিন থেকেই অর্জুন সিং বেসুরো ছিলেন। কখনো সংগঠন নিয়ে তো কখনো পাট শিল্পের বেহাল অবস্থা নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন। তবে তাঁর তৃণমূলে যোগদান নিয়ে বিজেপি কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হননি।