নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাখণ্ডের যমুনোত্রীতে প্রায় দশ হাজার পুণ্যার্থী আটকে পড়েছেন। এর জেরে বেশীরভাগ পুণ্যার্থী যমুনোত্রীগামী রাস্তার উপর রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এর ফলে ওই রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
তুমুল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই উত্তরকাশী ও চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নামছে। খাদের ধারে রাস্তার প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা না হলে বড়ো ধরনের অঘটনের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোটো গাড়িতে ধাপে ধাপে কিছু পু্ণ্যার্থীদের সরানো হচ্ছে। কিন্তু ধস সরিয়ে রাস্তা যাত্রীবাহী বাস চলাচলের উপযুক্ত করতে আরো অন্তত তিন দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকার আটকে পড়া চারধাম যাত্রীদের খাবারের ব্যবস্থা সহ নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করছে।