নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) মহারাষ্ট্র্রের আওরঙ্গাবাদে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধিক্ষেত্র আপাতত পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি মাসের শুরুতে এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি আওরঙ্গজ়েবের সমাধিক্ষেত্রে গিয়েছিলেন। সেই ঘটনার পরেই বিতর্কের ঝড় ওঠে। বিরোধী বিজেপি ও শাসক জোটের অন্যতম শরিক শিবসেনা সমালোচনায় সরব হয়। সেই সময় রাজ ঠাকরের এমএনএসও এই ঘটনার বিরোধীতা করে।
গত মঙ্গলবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) মুখপাত্র গজানন কালে টুইট করে ওই স্মৃতিসৌধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি ওই স্মৃতিসৌধ গুঁড়িয়ে দেওয়ার দাবী জানানোর পাশাপাশি বিজেপি ওয়েইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করার দাবী তোলে।
এরপর তুমুল বিতর্কের পরে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আওরঙ্গাবাদে খুলদাবাদের ওই স্মৃতিসৌধের নিরাপত্তা আরো বাড়ানোর বন্দোবস্ত করা হয়। আওরঙ্গাবাদ গ্রামীণ পুলিশ সহায়তায় এগিয়ে আসে। তারপর দর্শনার্থীদেরও কড়া প্রহরার বলয় পেরিয়ে ভিতরে প্রবেশের ব্যবস্থা করা হয়।
কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলার পরেও মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিন্ত হতে না পারায় আপাতত কয়েক দিন সমাধিক্ষেত্র বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। সেই আর্জি মেনেই পাঁচ দিনের জন্য ওই সমাধিক্ষেত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।