নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গত কয়েক মাসে দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খাওয়ার কয়েক মুহূর্ত পরেই একাধিক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। আর গতকালও কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছে এক জন পর্যটকের। মৃত ৬২ বছর বয়সী সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগণার সোদপুরের নরসিংহ দত্ত ঘাট বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সুদীপবাবু পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন। গতকাল দিঘা থেকে সপরিবারে তাজপুরে বেড়াতে যান। সেখানেই দুপুরবেলা একটি হোটেলে সামুদ্রিক কাঁকড়া সহযোগে ভাত খাওয়ার পর সমুদ্রস্নানে যান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কিছুক্ষণ পরেই শারীরিক অস্বস্তি শুরু হলে বিশেষ গুরুত্ব না দিয়ে সমুদ্রস্নানে নামলে অস্বস্তি বাড়তেই তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দিঘা কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।। তবে কাঁকড়া খাওয়ার জন্যই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে চিকিৎসকরা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।