মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ দুপুরবেলা উত্তর চব্বিশ পরগণার মোহনপুর থানা এলাকায় ব্যারাকপুর-বারাসাত রোডের উপর একটি বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “দুষ্কৃতীরা ব্যারাকপুর থেকে বারাসাতের দিকেই যাচ্ছিল। যাওয়ার পথে বিরিয়ানির দোকানের উল্টো দিকে বাইক দাঁড় করিয়ে গুলি ছুঁড়তে আরম্ভ করে। এই ঘটনায় বিরিয়ানির দোকানে এক কর্মী ও বিরিয়ানি কিনতে আসা এক জন গ্রাহক গুরুতর আহত হয়েছেন।”
এরপর তড়িঘড়ি আহতদের বিএন হাসপাতালে ভর্তি করা হয়। মোহনপুর থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা ওই বিরিয়ানির দোকানে গুলি ছুঁড়েছে কি কারণে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। আপাতত বিরিয়ানির দোকানের সিভিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।