চয়ন রায়ঃ কলকাতাঃ অশনির প্রভাব কাটলেও বাংলায় নিম্নচাপ রয়েই গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে অশনি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ হিসেবে অন্ধ্র উপকূল থেকে সমুদ্রের ওপর দিয়ে দক্ষিণ বাংলাদেশের দিকে এগোবে।
স্থলভাগের ওপর আর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না। সমুদ্রের উপরিভাগে থাকার জন্য আজ বিকেল পর্যন্ত গতিবেগ স্বাভাবিকের থেকে বেশী থাকবে। তাই আজও মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আজ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তরাই ডুয়ার্স ও সমতলের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে সব থেকে বেশী বৃষ্টিপাত হবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ থাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু-এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর অশনির জেরে প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯১ শতাংশ। যদিও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কমে গেছে৷ কিন্তু তাতেও অবশ্য স্বস্তি নেই।