বাপি রায়ঃ কলকাতাঃ এসএসসিতে শিক্ষক নিয়োগ না হওয়ায় দীর্ঘ দিন থেকেই পরীক্ষার্থীরা আন্দোলন করছিল। এছাড়া শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মামলাও হয়েছিল। এবার সেই মামলা ও আন্দোলনের মধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, ‘খুব শীঘ্রই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হবে। কিন্তু কোন পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকাদের মনোনয়ন হবে তা ওই বিজ্ঞপ্তির সঙ্গেই বিশদে দিয়ে দেওয়া হবে।’
এছাড়াও সহকারী শিক্ষক-শিক্ষিকাদেরও নিয়োগ করার কথাও জানানো হয়েছে। নিয়োগের জন্য কিভাবে আবেদন করে তা জমা দিতে হবে কবে, লিখিত পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে এবং কাউন্সেলিংই বা কিভাবে হবে তার পুরোটাই নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো থাকবে।