Indian Prime Time
True News only ....

জামিন চাইতেই অভিযুক্তের মা’কে দিয়ে গা টেপালেন ১ পুলিশ আধিকারিক

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানায় এক মহিলা ছেলের জামিনের জন্য পুলিশ আধিকারিকের কাছে যেতেই সাব-ইনস্পেক্টর শশিভূষণ সিন্‌হা ওই মহিলাকে দিয়ে থানার ভিতরেই গা টেপাতে শুরু করেন। এই ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হতেই চারিদিকে শোরগোল পড়ে যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক জন পুলিশ আধিকারিক শশিভূষণ সিন্‌হা খালি গায়ে হয়ে বসে আছেন। আর এক মহিলা তার গা টিপে চলেছেন। এছাড়া অপর এক জন মহিলা উল্টো দিকে একটি চেয়ারে বসে আছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে শশিভূষণ ওই মহিলার ছেলের জামিনের জন্য আইনজীবীর সাথে ফোনে কথা বলছিলেন যে, “জামিনের জন্য ১০ হাজার টাকা পাঠানো হবে। তাছাড়া আপনার সাথে দুই জন মহিলাকে আধার কার্ড ও প্রয়োজনীয় তথ্য নিয়ে দেখা করতে বলব।” মহিলা গরীব হওয়ায় ছেলের জামিনের জন্য টাকা দেওয়ার ক্ষমতা না থাকায় আমি দশ হাজার টাকা দিয়ে দেব।” 

পুলিশের উপর মহলে এই ভিডিয়ো আসতেই শশিভূষণকে সাসপেন্ড করা হয়। জেলার পুলিশ সুপার লিপিকা সিংহ জানিয়েছেন, “ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসডিপিও পদমর্যাদার আধিকারিক এই ঘটনার তদন্ত করবেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored