নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ একই দিনে বীরভূমের দু’টি জায়গা থেকে দু’টি দেহ উদ্ধার হলো। প্রথমটি রামপুরহাটের ঝনঝনিয়া ব্রিজের কাছে একটি জলাশয় থেকে প্রায় ৪৫ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। আর অপরটি তারাপীঠের একটি হোটেলের পাশের গলিতে ৪২ বছর বয়সী অজ্ঞাত পরিচিত এক যুবকের দেহ পাওয়া গিয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। মৃতার গালে ও ডান কপালে ক্ষতচিহ্ন ছিল। অপর দিকে মৃত যুবকের গলায় কালসিটের দাগও ছিল। পুলিশ মৃতদেহ দু’টি স্থানীয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান।
এই দু’টি পৃথক ঘটনায় পুলিশ দ্রুততার সাথে তদন্ত শুরু করেছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে সম্পূর্ণ বিষয়টি অনেকটা স্পষ্ট হবে। পর পর এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।