নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া উৎসবের জন্য রামরাজাতলার শংকর মঠ লাগোয়া মাঠে নাগরদোলা তৈরী করতে গিয়ে প্রায় ৫০ ফুট উপর থেকে পড়ে গুরুতর আহত হলেন ৪ জন শ্রমিক। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অন্যান্য শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।
বেশ কয়েক বছর ধরেই ডুমুরজলা স্টেডিয়ামে হাওড়া উৎসবে আয়োজন করা হয়। গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে মেলা বন্ধ ছিল। চলতি বছরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মেলার মাঠে শ্রমিকরা সেফটি বেল্ট ছাড়াই প্রায় পঞ্চাশ ফুট উপরে ওঠে নাগরদোলা তৈরী করছিলেন। এরপর আচমকাই চার জন শ্রমিক নীচে পড়ে যান। কিন্তু ঘটনার পরেও ঠিকাদার সংস্থা কোনোরকম পদক্ষেপ না নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মেলা কর্তৃপক্ষ তড়িঘড়ি আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে জগাছা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেলার প্রস্তুতি বন্ধ করে দেন। এর পাশাপাশি এই মেলার আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।