নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল রাতেরবেলা নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ছয় জন শিশু সহ মোট তেরো জন রোহিঙ্গাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার করলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দলটি জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছে আসামের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই রেল পুলিশের আধিকারিকদের সন্দেহ হওয়ায় ওই দলটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই দলটি আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল। ওই দলটির মধ্যে দুই জন মহিলা, পাঁচ জন পুরুষ ও চার বছর থেকে ছয় বছর বয়সী ছয় জন শিশু আছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এখনো অবধি ধৃতদের পরিচয় জানা যায়নি। আজ পুলিশ অভিযুক্ত সকলকে জলপাইগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে নেবেন।