নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের বিশ্বভারতীর পাঠভবনের উত্তরশিক্ষা হস্টেলের একটি ঘর থেকে উদ্ধার হলো একাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের ঝুলন্ত দেহ। কিন্তু হঠাৎ করে ওই ছাত্রের মৃত্যুকে ঘিরে নানা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, অসীম বনগাঁর বাসিন্দা।
বিষয়টি জানাজানি হতেই অসীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিক ভাবেই বিশ্বভারতী চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১০ টা নাগাদ অসীমের সাথে ফোনে কথা হয়। তবে অসীম আত্মহত্যা করতে পারে না। ওকে সহপাঠীরা র্যাগিং করে কিছু খাইয়ে দিয়ে খুন করেছে। পুলিশ সমস্ত ঘটনা ভালোভাবে খতিয়ে দেখে যথাযথ তদন্ত শুরু করেছেন।