নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল আলিপুরদুয়ারের ডুয়ার্সের মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন চা বাগানের নালা থেকে উদ্ধার হলো বিশালাকৃতির শঙ্খচূড় (কিং কোবরা) সাপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চা বাগানের শ্রমিকরা শঙ্খচূড়টিকে বাগানের একটি নালার মধ্যে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর বন দপ্তরের কাছে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ১৩ ফুট লম্বা শঙ্খচূড়টিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাপটিকে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার পরে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। তবে অনুমান করা হচ্ছে যে শঙ্খচূড়টি গরুমারা বা চাপড়ামারির জঙ্গল থেকেই এলাকায় এসেছিল। যদিও সাম্প্রতিককালে ডুয়ার্সের মালবাজার এবং নাগরাকাটা এলাকা থেকে একাধিকবার শঙ্খচূড় সাপ উদ্ধার হয়েছে।