অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার নারকেলডাঙা কসাই বস্তিতে মহম্মদ ওয়াসিম নামে স্থানীয় এক যুবকের মুখে ও মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মহম্মদ শাহিদ নামে এক যুবকের বিরুদ্ধে।
আহত মহম্মদ ওয়াসিম জানায়, ‘‘প্রায় এক বছর আগে নারকেলডাঙায় স্থানীয় যুবক শাহিদের বিরুদ্ধে হুকিং নিয়ে প্রতিবাদ করার জেরে গতকাল নারকেলডাঙায় রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে তার সাথে বিবাদ শুরু করে। এরপর এলাকার বাসিন্দাদের হস্তক্ষেপে বিবাদ মিটে গেলেও কিছুক্ষণের মধ্যেই আবার শাহিদ আক্রমণ করে।’’
তারপর আহত ওয়াসিমকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয়। নারকেলডাঙা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন শাহিদ ও তার সহযোগী হায়দরকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যে, পুরোনো শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে।