নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের মল্লারপুরে এক বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র লাহা। বাড়ি মল্লারপুর থানার বড় তুড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পূর্ণচন্দ্রবাবুর দেহ তার বাড়ির কাছেই একটি গাছে ঝুলতে দেখা যায়। অভিযোগ উঠছে, কেউ খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। এরপর এলাকাবাসীরা পূর্ণচন্দ্রবাবুর দেহ উদ্ধার করে পুলিশের কাছে খবর দিলে মল্লারপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এখনো পর্যন্ত পূর্ণচন্দ্রবাবুর পরিবার খুনের অভিযোগ দায়ের করেনি। তবে পরিবারের তরফে দাবী করা হয় যে, ‘‘তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে ছোটো ভাগ্নে এলাকার কয়েক জনের থেকে টাকা ধার করে পালিয়ে যাওয়ায় পূর্ণচন্দ্রবাবুর উপর চাপ বাড়ছিল। এমনকি গত কয়েক দিন থেকে হুমকি দেওয়া হচ্ছিল।’’
Sponsored Ads
Display Your Ads Here
অনুমান করা হচ্ছে, পাওনাদারদের কেউ এই কাণ্ডটি ঘটিয়েছে। যদিও পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এদিকে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, ‘‘বিধানসভা ভোট পরবর্তী সময়ে রাজ্যে বহু বিজেপি সমর্থককে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনাটিরও নিরপেক্ষ তদন্তের দাবী জানাচ্ছি।’’
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এই মুহূর্তে আমরা নৈরাজ্যের রাজ্যে বাস করছি। একের পর হিংসার ঘটনা প্রকাশ্যে আসছে। তারপরও প্রশাসন চুপ। এই ঘটনাটির সঠিক তদন্তের দাবী জানানো হচ্ছে।’’