নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুরে নবজাতক শিশু বিক্রি করতে এসে পতিরাম থানার রোলার মোড় থেকে পুলিশের হাতে ধরা পড়ল দুই দালাল। ধৃতরা কলকাতার রাজডাঙা এলাকার নীলকান্ত আবাসনের বাসিন্দা পিঙ্কি মান্না ও সৌরভ সর্দার। অপর এক অভিযুক্ত নবজাতককে নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, “গোপন সূত্রে্র ভিত্তিতে খবর আসে যে পতিরামের রোলার মোড়ে একটি শিশুকে বিক্রি করা হবে। এরপর পুলিশের একটি দল সেখানে অপেক্ষা করার সময় পিঙ্কি এবং সৌরভকে ঘুরতে দেখে আটক করে। তারপর জিজ্ঞাসাবাদের সময় দু’জনের কথায় অসঙ্গতি ধরা পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই পিঙ্কি ও সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নবজাতক শিশু বিক্রির পাশাপাশি সারোগেসির মধ্যমে ওই শিশু হস্তান্তরের কথা স্বীকার করে। এমনকি নবজাতক শিশুটিকে প্রায় আট লক্ষ টাকায় বিক্রির চেষ্টা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই ঘটনায় শিশু বিক্রি সহ সারোগেসির আইনের ধারায় মামলা রুজু করে। আর গতকাল পিঙ্কি এবং সৌরভকে বালুরঘাট আদালতে পাঠিয়ে পুলিশী হেফাজতের আবেদন করে। বিচারক সৌরভ রায় ১৪ দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন। এই ঘটনায় শিশু বিক্রির এক বড় চক্র রয়েছে। যাদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here