ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ সমস্ত জল্পনার অবসান কাটিয়ে শেষ হাসি হেসে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মহম্মদ শাহবাজ শরিফ। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলী শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তাঁর পক্ষে মোট ১৭৪ টি ভোট পড়েছে।
শাহবাজ শরিফ নিজের দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন।
অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে রয়েছে যে বিদেশী ষড়যন্ত্র রয়েছে এই দাবী তুলে সদ্য প্রধানমন্ত্রীত্ব হারানো ইমরান খানের আহ্বানে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিপুল কর্মী-সমর্থক অংশ নেন।
ইমরানের দলের কর্মী-সমর্থকেরা করাচি, কোয়েটা, লাহোর, মুলতান, পেশোয়ার, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির মতো প্রধান প্রধান শহর ছাড়াও সারা দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, সেনা হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস থাকা পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রীই মেয়াদ পূর্ণ করতে পারেননি। কিন্তু ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছেন। এদিকে পাঁচ বছর আগেই প্রধানমন্ত্রী পদে পঞ্জাব প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নাম আলোচনায় এসেছিল।
পানামা কেলেঙ্কারির মামলায় তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পরে নওয়াজ শরিফের দল পিএমএল(এন) এর অন্দরে শাহবাজ শরিফকে দায়িত্ব দেওয়ার দাবী উঠেছিল। তবে ওই সময় ভাইকে বঞ্চিত করে নওয়াজ শরিফ শাহিদ খকন আব্বাসিকে বেছে নিয়েছিলেন।