Indian Prime Time
True News only ....

মারিয়ুপোলে আত্মসমর্পিত হলেন সহস্রাধিক ইউক্রেনীয় সেনা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবী করা হয়েছে যে, পূর্ব ইউক্রেনের মারিয়ুপোলে এক হাজারেরও বেশী ইউক্রেনীয় সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন। গত এক মাসেরও বেশী সময় ধরে রুশ সেনা ভৌগোলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিয়ুপোলের চারদিক ঘিরে লাগাতার আক্রমণ চালাচ্ছে।

মস্কো থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মারিয়ুপোল শহরে ৩৬ তম মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ জন সেনাকর্মী নিজেদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছেন।’ এই আত্মসমর্পণকারী সেনার মধ্যে ১৬২ জন সেনা আধিকারিক ও ৪৭ জন মহিলা আছেন। কিন্তু এই শহর দখলের লড়াইয়ে ইতিমধ্যেই সহস্রাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিশেষজ্ঞ মহলের ধারণা, মস্কো রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ার সঙ্গে অধুনা স্বাধীনতা ঘোষণাপ্রাপ্ত ডনেৎস্ক এবং লুহানস্ক এলাকাকে যুক্ত করতে চায়। এই সংযোগসাধনের জন্য বন্দর শহর মারিয়ুপোলে দখল কায়েম করা জরুরী তাই মারিয়ুপোল রাশিয়ার কাছে এতো গুরুত্বপূর্ণ।  

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored