নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের গলসি থানার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে এক মহিলাকে প্রতিবেশী প্রায়ই উত্যক্ত করতেন। আর এর প্রতিবাদ করতে গিয়ে ওই মহিলার স্বামীকে খুন হতে হলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়।
মৃত সন্তোষপুরের বাসিন্দা উৎপল ঘোষ। পেশায় মৎস্যজীবী। মনোজ উৎপলবাবুর প্রতিবেশী। স্ত্রীকে উত্যক্ত করা নিয়ে মনোজের সঙ্গে তার পু্রোনো শত্রুতা ছিল। জানা গেছে, রবিবার সন্ধ্যাবেলা উৎপলবাবু বাড়িতে নিজের ছ’বছর বয়সী ছেলেকে পড়াচ্ছিলেন। ওই সময় পরিচিত কেউ উৎপলবাবুকে ফোন করে বাইরে ডাকেন।
এরপর রাতেরবেলা ৯ টা নাগাদ গ্রামেরই একটি পুকুর পাড়ে তার রক্তাত দেহ উদ্ধার হয়। দেখা যায় মাথায় কুড়ুল গাঁথা রয়েছে। তারপর এলাকাবাসীরা গলসি থানার পুলিশকে খবর দিতেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপরেই পুলিশ তদন্তে নেমে উৎপলবাবুর সাথে মনোজের শত্রুতার বিষয়টি জানতে পেরেই মনোজকে গ্রেপ্তার করা হয়।
তিনি জেরায় স্বীকার করেন যে, “তিনি উৎপলবাবুকে ফোন করে পুকুর পাড়ে ডেকে খুন করেছেন।” আপাতত এই খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর এলাকাবাসীরা মনোজ ও তার কাকা-জ্যাঠার বাড়িতে চড়াও হয়ে বাড়িতে থাকা একটি ট্র্যাক্টর, বাইক এবং চারচাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এমনকি এলাকায় পুলিশ পিকেটও মোতায়েন করা হয়েছে।