নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা জলপাইগুড়ির গাজোলডোবা এলাকার ক্যানেল রোড থেকে দুটি ক্যাঙারু উদ্ধার করেছেন। এরপর স্থানীয়দের তৎপরতায় আরো একটি অস্ট্রেলীয় ক্যাঙারু শাবক বৈকুণ্ঠপুর ডাবগ্রাম রেঞ্জের অন্তর্গত নেপালি বস্তি এলাকা থেকে উদ্ধার হয়েছে।
তারপর স্থানীয় বাসিন্দারা ওই ক্যাঙ্গারুটিকেও বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন। এরপরেই বন দপ্তরের কর্মীরা ওই তিনটি ক্যাঙ্গারুকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে পাঠিয়েছেন। আর এই ক্যাঙ্গারু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, “গোপ্ন সূত্র মারফত খবর ছিল যে, গাজোলডোবা দিয়ে কিছু বন্যপ্রাণী পাচার হবে। সেই অনুযায়ী প্রত্যেকে প্রস্তুত ছিল। পাশাপাশি ক্যাঙ্গারুগুলিকে কারা কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচার করছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।”