নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ এবার বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের কাঠের সেতু পারাপারের ক্ষেত্রে স্থানীয় ট্রাক চালকেরা মোটা অংকের টাকা টোল আদায়ের অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে এই পারাজ সেতুটি দুর্বল। প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে সেতুটির উপর দিয়ে তিন টনের বেশী জিনিস নিয়ে কোনো যানবাহন আসা যাওয়া করতে পারে না। তাই ডিভিসি সেচখাল পারাপারের জন্য পারাজ সেতুর ঠিক পাশে প্রায় তিন বছর আগে এই কাঠের সেতুটি তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামোদর নদের শিল্ল্যা, সোদপুর সহ বেশ কিছু এলাকায় বালি খাদান রয়েছে। সেখান থেকে বালি বোঝাই ট্রাক ওই সেতু পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ওঠে। ওই সেতুতেই টোল নেওয়া হয়। ট্রাক চালকরা অভিযোগ তুলে জানান, ‘‘সরকারী ভাবে টোল কতো তা জানানো হয়নি। কিন্তু কাঠের সেতু কর্তৃপক্ষ ট্রাক পিছু ২৫০ টাকা টোল নিচ্ছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় ট্রাক মালিক আজিজুল মিয়া ও আশারুল মোল্লা বলেন, ‘‘তেলের দাম বেড়েছে। এমনিতেই ট্রাক চালিয়ে লোকসানে হচ্ছে। এরপরে একটা ট্রাকে ২৫০ টাকা টোল দিতে অসুবিধা হচ্ছে। ব্লক প্রশাসনের কাছে এই বিষয়ে আপত্তি জানিয়েছি।’’
Sponsored Ads
Display Your Ads Here
এলাকার পূর্ত কর্মাধ্যক্ষ ফজিলা বেগম বলেছেন, ‘‘সেচ দপ্তরের নির্দেশে টোল নেওয়া হয় বলে শুনেছি। ট্রাক পিছু ২৫০ টাকা ও অন্য যানবাহনে ২০০ টাকা করে টোল নেওয়া হচ্ছে। কিন্তু কোন যানবাহনে কত টোল তার তালিকা ওই সেতুতে দেওয়া নেই। ফলে ঠিক নিচ্ছে না বেশী নিচ্ছে কেউ জানে না। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’’
বিডিও দেবলীনা দাস জানিয়েছেন, ‘‘ওই খালের উপরে কাঠের সেতুটি সেচ দপ্তরের অধীনে। সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে টোলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’