অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার সল্টলেকের এফই ব্লকের বাসিন্দা রবীন্দ্রনাথ সাহা ও মলি সাহার অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো সৌগত মিশ্র নামে এক জন প্রতিবেশীর বিরুদ্ধে। রবীন্দ্রনাথবাবু এবং মলি দেবীর সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন।
৮০ বছর বয়সী বিজ্ঞানী রবীন্দ্রনাথবাবুর অভিযোগ, ‘‘সৌগতবাবু আমার প্রতিবেশী। ছ’বছর থেকে যোগাযোগ। ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে তাকেই ভরসা করতেন। তাদের ব্যাঙ্কের পাসবই, সই করা চেকবই সবই সৌগতবাবুর কাছে রাখা ছিল। প্রথমে সৌগতবাবু আড়াই লক্ষ টাকা নেন। পরে আবার খুব প্রয়োজনে পড়ায় সাড়ে ছ’লক্ষ টাকা নিয়েছিলেন। আমরা একা থাকি। প্রতিবেশীকে তো ভরসা করতেই হবে।
Sponsored Ads
Display Your Ads Hereকরোনার আবহে সৌগতবাবু জানায়, ব্যাঙ্ক থেকে কম টাকা তোলা যাচ্ছে। পাসবই দেখতে চাইলেও দেখাত না ও পাসবই ফেরতও দিচ্ছিল না। সম্প্রতি নিজে পুলিশের সাহায্যে ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিতেই জানা যায় অ্যাকাউন্টের সব টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। যার প্রমাণও আছে। এমনকি টাকা তোলার পরে যাতে ব্যাঙ্কের মেসেজ না পাওয়া যায় তার ব্যবস্থাও করেছিলেন।’’
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা গেছে, বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সৌগতবাবুকে গ্রেপ্তার করেন। আর গতকাল বিধাননগর এসিজেএম আদালতে সৌগতকে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত সৌগতবাবু জেরায় স্বীকারকরেছেন যে, কয়েক বছর ধরে ওই দম্পতির অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ৩ কোটি ৪১ লক্ষ ৩১ হাজার টাকা তুলে নিয়েছেন।
এমনকি ওই টাকায় ছেলের বিয়েও দিয়েছেন। তবে এখনো কিছু টাকা অন্য কারোর কাছে রাখা আছে বলে জানালেও তার পরিচয় এখনো অবধি জানায়নি।
Sponsored Ads
Display Your Ads Here