নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশে হওয়া এই ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনার স্মৃতিকে আরো একবার মনে করিয়ে দিয়েছে। যেখানে প্রাক্তন বিএসএফ জওয়ান মেয়ের ধর্ষককে আদালতের সামনে গুলি করে হত্যা করেছিলেন।
আর এবার মধ্যপ্রদেশের খান্ডোয়ায় মেয়ের ধর্ষককে খুনের পর তার দেহ টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠলো মেয়ের বাবা ও মামার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, অজনল নদীতে এক ব্যক্তির মুন্ডু কাটা দেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, মৃত ব্যক্তি ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ। খান্ডোয়ারই শক্তপুর গ্রামের বাসিন্দা। ত্রিলোকচাঁদবাবুর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল।
ত্রিলোকচাঁদবাবু ওই কিশোরীর পরিবারের আত্মীয় ছিলেন। আর শনিবার ওই কিশোরীর বাবা এবং মামা ত্রিলোকচাঁদবাবুকে বাইকে বসিয়ে অজলন নদীর ধারে নিয়ে গিয়ে প্রথমে মাছ কাটার বঁটি দিয়ে মুণ্ডচ্ছেদ করেন। এরপর দেহ টুকরো করে নদীতে ফেলে দেন। ইতিমধ্যে পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।