Indian Prime Time
True News only ....

কাজল পরলেই ঘেঁটে যাচ্ছে? রইল এই সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায়

- Sponsored -

- Sponsored -

মিনাক্ষী দাসঃ চোখ হলো মুখের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোখের কাজল মুখের সৌন্দর্য্য আরো ধাপ বাড়িয়ে তোলে। কিন্তু চোখের কাজল পড়লে তা ঘেঁটে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। আর বেশীরভাগ ক্ষেত্রে গরমকালে মহিলারা এই ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।  

চোখের কাজল যাতে সহজে ঘেঁটে না যায় অথবা মুছে না যায় এর জন্য অনেক কাজল বা আইলাইনারের খোঁজ করতে হয়। যাকে ‘স্মাজ প্রুফ কাজল’ বলা হয়। কিন্তু নামী-দামী সংস্থার কাজল কিংবা আইলাইনার কিনলেও সব সময়ে সমস্যার সমাধান হয় না। তাই এর জন্য ঘরোয়া কিছু টোটকা অবলম্বন করা উচিত। 

১) কাজল বা আইলাইনার পরার কয়েক ঘণ্টা আগে শুকনো নরম সুতির কাপড়ে বরফ কুচি নিয়ে চোখের চারপাশে বুলিয়ে নিতে হবে তাতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

২) কাজল পরার আগে চোখের পাশের অংশে ভাল করে সিসি ক্রিম লাগিয়ে নিতে হবে কারণ এই ধরনের ক্রিম চোখের চারপাশের লাগিয়ে রাখলে অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়।

৩) কাজল পরার আগে চোখ বন্ধ করে এক বার ফেসপাউডারের প্রলেপ দিয়ে দিতে হবে। এতে চোখের আর্দ্রতা দূরীভূত হয়ে যায়। আর অনেকক্ষণ কাজল এবং আইলাইনার ঠিকঠাক থাকে।  

৪) এরপর কাজল ও আইলাইনার ব্যবহারের পরে কিছু ক্ষণ চোখ বন্ধ করে সেটা শুকিয়ে নিতে হবে যাতে কাজল ঘেঁটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।  

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored