নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বিদ্যুৎ এর বিল হাতে পেয়ে রীতিমতো হকচকিয়ে উঠেছিলেন কোতোয়ালি থানার দোগাছি এলাকার বাসিন্দা রমেন মণ্ডল। রমেনবাবু পেশায় এক জন দিনমজুর।
জানা গেছে, একে মাটির বাড়ি। সেখানে রাতেরবেলা মাত্র তিনটে বাল্ব জ্বলে আর একটা পাখা ও একটা টিভি চলে। কিন্তু সম্প্রতি তার নামে বকেয়া যে বিদ্যুতের বিল আসে সেখানে দেখা যায় ছয় মাসের জন্য বিল এসেছে প্রায় ৯২ হাজার টাকা। অর্থাৎ, প্রতি মাসে ১৫ হাজার টাকারও কিছু বেশী। যা একেবারেই অসম্ভব।
এরপর রমেনবাবু প্রতিবেশীদের সাথে পরামর্শ করে বিদ্যুৎ দপ্তরে লিখিত ভাবে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। এদিকে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের অফিসের কর্মীরা পরিষ্কার ভাবে জানান যে, “রমেনবাবুকে বিলের পুরো টাকাই দিতে হবে। কোনো ভাবেই কম টাকা দেওয়া চলবে না।”
রমেনবাবু এই প্রসঙ্গে বলেন যে, “তার পক্ষে এত টাকা কোনো ভাবেই দেওয়া সম্ভব নয়। এত দিন অবধি আমার প্রতি মাসে আড়াইশো থেকে তিনশো টাকার বিল আসত। সেখানে এত টাকা এলো কিভাবে তা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ব্যাখ্যা করতে পারছেন না।”
বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কৃষ্ণনগর ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর বৈরাগ্য বলেছেন, “আমার বিষয়টি জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”