নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর তারকেশ্বরের সন্তোষপুর এলাকায় গোদের প্রকোপ বেড়েই চলেছে। তাই রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। ইতিমধ্যে রক্তের নমুনাও সংগ্রহ করা হচ্ছে।
ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, সন্তোষপুর এলাকার কয়েক জন গোদে আক্রান্ত। ফলে স্বাস্থ্য দপ্তর গোদ সংক্রমণ আটকাতে আক্রান্তদের চিহ্নিত করতে সান্ধ্যকালীন শিবির তৈরী করে রক্তের নমুনা সংগ্রহ করছে। এই জন্য সন্তোষপুর এলাকায় দু’টি রক্ত পরীক্ষার শিবির তৈরী করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, ‘‘এটা গোদপ্রবণ এলাকা। সন্তোষপুরে নৈশ অভিযান চলছে। গোদ ধরতে জনতাকে সমবেত করে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই এলাকাকে গোদ মুক্ত করাই আমাদের উদ্দেশ্য।’’
Sponsored Ads
Display Your Ads Here
ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস দাসের কথায়, ‘‘এটা একটি মশাবাহিত রোগ। গোদের জন্য রাতেরবেলা রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কারণ রাতের বেলা ওই পরজীবীর অস্তিত্ব চামড়ার কাছাকাছি স্তরে ধরা পড়ে। সেই কারণেই ওই সময় আমাদের এই অভিযান চলছে। রক্তের নমুনায় ফাইলেরিয়ার উপস্থিতি ধরা পড়লে উপযুক্ত চিকিৎসা করা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here